দেশের নারী ফুটবলে বইছে যেন সুবাতাস। কিছুদিন আগেই সাফ জয় করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বাংলার বাঘিনীরা। এরই মধ্যে খবর এলো বাংলাদেশের সঙ্গে কোরিয়ার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নারীদের ফুটবল ম্যাচের আয়োজন করতে চায় দুই দেশের ফেডারেশন।

আরো পড়ুন: বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

আবারও ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া

২০১৭ সালের পর কোরিয়া সফরে যায়নি বাংলাদেশ। সর্বশেষ, ২০১৭ সালে কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। এদিকে, রোববার (২৫ সেপ্টেম্বর) বাফুফে ভবনে সাফজয়ী নারী দলকে শুভেচ্ছা জানাতে এসে কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কোরিয়ার সম্পর্কের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছি।

ফুটবল এর একটা অংশ হতে পারে। আর বাংলাদেশের মেয়েদের সাফ জয়ের পর বলতে পারি, মেয়েদের ফুটবলটাই হতে পারে সহযোগিতার আসল জায়গা।’ লি জ্যাং কিউনের এমন প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি মনে করেন, কোরিয়ার মেয়েদের সঙ্গে ম্যাচ হলে বাংলাদেশের নারী ফুটবল আরও এগিয়ে যাবে।