যশোর -৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, দুর্গোৎসব এখন হিন্দু আর মুসলিমের বিষয় নয়। দুর্গাপূজা এখন বাঙালীর উৎসব। ধর্ধীয় অনুভূতিতে আঘাত দিয়ে যেন কেউ আমাদেরকে বিব্রতকর পরিস্থিতে না ফেলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সকল অসুরী শক্তিকে উৎখাত করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে একটি মহল তৎপর রয়েছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার সকালে যশোরের বাঘারপাড়া কেন্দ্রীয় মন্দির চত্বরে দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ ও সম্প্রীতি সমাবেশ এবং দরাজহাট কালিবাড়ি মন্দিরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এদিন বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মকবুল হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্ল্যাহ, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আওয়ামীলীগ নেতা শচীন্দ্রনাথ বিশ্বাস, মিজানুর রহমান, মুন্সি বাহার উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত,ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দাস প্রমুখ।
উপজেলার ৯১ টি মন্দির কমিটির প্রত্যক প্রতিনিধির হাতে ১৯ হাজার ৭৫০ টাকা করে অনুদানের অর্থ বিতরণ করেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এদিকে একই মঞ্চে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস। 
সম্প্রীতি সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ সময় উপরে উলে­খিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশ শেষে কেন্দ্রীয় মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়। এদিকে একইদিন বিকেলে দরাজহাট ইউনিয়নের দরাজহাট সার্বজনীন কালিবাড়ি মন্দির চত্বরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।
মন্দির কমিটির সভাপতি বসুদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত ও আসাদুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জালাল উদ্দীন, কনক কুমার সুর, অধ্যক্ষ আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক  শাকিলা আফরোজ মিমি। সম্প্রীতি সমাবেশ শেষে কেন্দ্রীয় মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়।