সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে লেনদেনে ভালো গতি রয়েছে। তবে, দাম বাড়া বা কমার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে তার থেকে বেশি।
আরো পড়ুন: আজকের রাশিফল
ট্রফি ভাঙা ঘটনায় আলোচিত মেহরুবাকে ঢাকা বিভাগে বদলি
প্রথম অর্ধঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ১২ পয়েন্ট। আর লেনদেনে হয়েছে প্রায় তিন’শ কোটি টাকা। ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক ঊর্ধ্বমূখী রয়েছে। এ বাজারটিতে সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ৩০ পয়েন্ট। এরপর দাম বাড়ার তালিকায় নাম লেখানো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে কমে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।