আরব আমিরাতের বিপক্ষে এর আগে কখনও টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশে। একবার দেখা হয়েছিল এশিয়া কাপে, ২০১৬ সালে। এবারই প্রথম দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-আমিরাত। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশে। এবার দ্বিতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে নুরুল হাসান সোহানের দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটায় মুখে হবে বাংলাদেশ ও আমিরাত। বাংলাদেশ ফেভারিট হিসেবে তাদের প্রথম ম্যাচ শুরু করলেও সহজে জয় পায়নি। শেষ ওভারে ৭ রানে জেতে তারা। ব্যাটিংয়ের সঙ্গে খারাপ হয়েছে ফিল্ডিং, ছিল ক্যাচ মিসের মহড়া। ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে কোনোমতে রক্ষা পায় বাংলাদেশ।
সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে ভুলগুলো করতে চায় না লাল-সবুজ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ভিডিও বার্তায় এমনটাই বলেছেন গণমাধ্যমে। মিরাজ বলেন, ‘দেখেন আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, বিশ্বকাপের ভালো প্রস্তুতির লক্ষ্য। সে জন্য আমরা এখানে লাস্ট ২-৩ দিন এখানে অনুশীলন করছি। একটা ম্যাচ খেলেছি। আমাদের ছোট ছোট যে ভুলগুলো ছিল আগের সে ভুলের পরিমাণ যেন কমিয়ে আনতে পারি সেটাই আমরা চেষ্টা করছি, পরের ম্যাচেও তাই প্রয়োগ করতে চাইবো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।