দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন, টেলিগ্রামে পোস্ট করে বলেন যে, তার অঞ্চলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়া নভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে, খেরসন, জাপোরিঝিয়া এবং লুহানস্ক অঞ্চলেও নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে রাশিয়া।
আরো পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার খলিলুর রহমান গ্রেপ্তার
বিশ্বে করোনায় আরো ৯৫২ জনের প্রাণহানি
এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ‘ফলাফল পরিষ্কার, রাশিয়ায় স্বাগত’। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, মস্কোপন্থী কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চল রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দিয়েছে। কর্মকর্তারা আরও জানান, জাপোরিঝিয়া অঞ্চলে ৯৩ শতাংশ, খেরসন অঞ্চলে ৮৭ শতাংশ, লুহানস্ক অঞ্চলে ৯৮ শতাংশ এবং দোনেতস্ক অঞ্চলে ৯৯ শতাংশ ভোট পড়েছে রাশিয়ায় যোগদানের পক্ষে।
সবমিলিয়ে রাশিয়ায় যোগদানের পক্ষে গড়ে ৯৬ শতাংশ ভোট পড়েছে ওই ৪ অঞ্চলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গণভোট সম্পর্কে রুশ পার্লামেন্টে ভাষণ দেবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।