বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অস্বস্তিবোধ করছিলেন এই অভিনেত্রী। এরপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: ৩০ খণ্ডে অন্ধ আলেমের ফতোয়া গ্রন্থ
বিশ্বে করোনায় আরো ৯৫২ জনের প্রাণহানি
প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকাকে একাধিক পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে, যা করাতে প্রায় আধাবেলা সময় লেগেছে। শুধু তাই নয়, অবস্থা গুরুতর হওয়াতে রাতেই ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তিনি ঠিক আছেন। যদিও এ বিষয়ে দীপিকার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। এর আগে গত জুনে হায়দরাবাদে তার পরবর্তী ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং সেটেও হঠাৎ অস্বস্তিবোধ করায় দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে জানা যায়, শুটিং চলাকালীন দীপিকা বলেছিলেন, তার হার্টবিট দ্রুত চলছে, বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তিবোধ করছিলেন। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।