জ্যামাইকার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৩৬ মিনিট বাকি থাকতে নামেন মাঠে। আর তাতেই বাজিমাত করেন মেসি। শেষ চার মিনিটে করেছেন দুই গোল। তাতেই জ্যামাইকার বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
আরো পড়ুন: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর শেষ ম্যাচে মেসি ছাড়াও একাধিক তারকাকে বাদ দিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রতিপক্ষের বিপদসীমায় লাওতারো মার্টিনেজ বল পায়ে ঢুকে পড়েন।
এরপর স্কয়ার করেন সতীর্থ ইউলিয়ান আলভারেজকে। তার সহজ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন ফুটবলাররা। বিবর্ণ ফুটবলের মাঝে মেসির ওই দুই গোলই তাদেরকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয়। এই জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।