ফরিদপুর চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুর চরভদ্রাসনে বুধবার সকাল ১১:৩০ মিনিটে চরহাজীগঞ্জ বাজার বণিক সমিতির অফিস কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ওসি মিন্টু মন্ডল।

মতবিনিময়কালে ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে ওসি বলেন বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ীগণকে বাজারে আরো সিসিটিভি ক্যামেরা, লাইট এবং নাইটগার্ড এর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

এছাড়া করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি সকলকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, চরহাজীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি কবিরুল আলম, সাবেক সহ সভাপতি হালিম মন্ডল, সেক্রেটারি নুর মোহাম্মদ, সদস্য মজিবর শিকদার, আবুল হোসেন মোল্লা, গনেশ চন্দ্র দাস, নিমাই চন্দ্র মন্ডল, আব্দুল কুদ্দুস শেখ, সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম প্রামানিক,সুবল চন্দ্র বিশ্বাস,

বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদুস বেগ, বীরমুক্তিযোদ্ধা সুশীল শিকদার, মিলন মাষ্টার, গোপাল চন্দ্র দাশ,জুলহাজ শিকদার, ইসাহাক মাষ্টার,গাজিরটেক ইউপি যুবলীগ সভাপতি মোঃ সামসুল, বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।