যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী হায়দার গণি খান(পলাশ)। এছাড়া ১ নং ওয়ার্ডে সাহিদুর রহমান রিপন পাঞ্জাবি ,দু’নম্বর ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজ পানির বোতল, তিন নম্বর ওয়ার্ডে শেখ মোকছিমুল বারী অপু গাজর, চার নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন মিলন টেবিল ল্যাম্প , ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম ব্লাকবোর্ড, ৬ নম্বর ওয়ার্ডে আলমগীর কবির সুমন পাঞ্জাবি, সাত নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন ব্লাকবোর্ড, আট নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু উটপাখি ও ৯ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট আসাদুজ্জামান পানির বোতল মার্কা নিয়ে জয় লাভ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।