মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা ও বিশ্বনন্দিত নেতা, মানবতার জননী, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় মাগুরা জামরুল তলা নামক স্থানে দলীয় কার্যালয়ে মাগুরা জেলা আওয়ামী লীগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা রানা আমীর ওসমান, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন, কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও মাগুরার ৪ উপজেলায়ও জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকেলে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান হয়।পরে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহম্মদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে কেক কাটা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।