নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
দিবস টি উপলক্ষে বুধবার (২৮শে সেপ্টেম্বর) দুপুর ১২টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এর সভাতিত্বে ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডঃ মো, শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রাং, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার, প্রানী সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার শর্মীদাস, ডিজিএম পল্লি বিদ্যুৎ নন্দীগ্রাম মোঃ সিদ্দিকুর রহমান, তথ্য কর্মকর্তা উলফাত তাবাসসুম, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।