জ্যামাইকা রানের পাহাড় গড়ার ম্যাচে ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। জ্যামাইকার ২২৬ রানের বিপরীতে গায়ানা অ্যামাজন ২০ অভারে করে মাত্র ১৮৯ রান। টানা দুই হারে ফাইনালে যাওয়া হলো না সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।
আরো পড়ুন: ৬০ হাজার বেতনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই ছবির সুপার স্টার শাকিব খান
আগামী পহেলা অক্টোবর বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াস। আগের দুই ম্যাচে অভাবনীয় পারফরম্যান্সের কারণে সাকিবের উপর অনেকটাই নির্ভরশীল ছিল গায়ানা। ইনিংসের পঞ্চম ওভারে উইকেটে আসেন সাকিব। যদিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ক্রিস গ্রিনের বলে আউট হওয়ার আগে ৬ বলে করেছিলেন ৫ রান। এদিকে বল হাতে নিজের প্রথম দুই ওভারে ৯ রান দেয়া সাকিব তৃতীয় ওভারে এসে খরচ করেন ২১ রান।
এরপর অবশ্য সাকিব আর বল করতে পারেননি। মোট ৩০ রান খরচে শেষ করেন ৩ ওভার। প্রথমে ব্যাট করতে নেমে জ্যামাইকার অধিনায়ক রোভম্যান পাওয়েল খেলেন ২৩ বলে ৩৭ রানের ইনিংস। রেমন রেইফারের ব্যাট থেকে আসে ২২ রান। শেষদিকে ব্রুকসের সঙ্গে পাল্লা দিয়ে তান্ডব চালান ইমাদ ওয়াসিম। ১৫ বলে খেলেন ৪১ রানের ক্যামিও ইনিংস। আর তাতেই স্কোরবোর্ডে ২২৬ রানের বড় সংগ্রহ জমা করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে, শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় গায়ানা।
অধিনায়ক শিমরন হেটমায়ের বিদায় নেন ১৫ বলে ১৫ করে। ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেও ম্যাচে প্রভাব ফেলতে পারেনি কেমো পল। শেষদিকে ওডিয়ান স্মিথ ১৪ বলে ২৪ করেন। গুদাকেশ মতি ২২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৮ উইকেট খুইয়ে ১৮৯ রানের বেশি পায়নি গায়ানা। ফলে ৩৭ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে জ্যামাইকা তালাওয়াস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।