সরকারি এক নির্দেশনা পেয়ে চমকে গিয়েছিলেন পাকিস্তানের বিমানবালারা। দেশটির সরকারি বিমান সংস্থা পাকিস্তান এয়ারলাইন্স তাদের বিমানবালাদের ঠিক মতো অন্তর্বাস পরার পরামর্শ দেওয়া হয়েছে! খবর জিওটিভি ও দ্যা ডনের। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে বিমানবালাদের এ নির্দেশনার বিষয়টি জানিয়েছে।
আরোও পড়ুন:
ইরানে সিস্তানে বিপ্লবী গার্ডসের কর্নেলসহ ১৯ জন নিহত
সুপার হিরো প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ভেতর কিছু কর্মী যথার্থ পোশাক না পরায় সংস্থার প্রতি যাত্রীদের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তাই কর্মীদের সঠিকভাবে অন্তর্বাস পরার কথা বলা হয়েছে। সংবাদ সংস্থাটির দাবি, কিছু দিন আগে পাকিস্তানের বিমান এবং রেলমন্ত্রী খাজা সাদ রফিক সরকারি ওই বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মন্ত্রী বিমান সংস্থাটির মানোন্নয়ন করার প্রস্তাব দেন।
একই সঙ্গে বিমান সংস্থার কর্মীদের পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহার করার অনুরোধ জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।