মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা দেশের গ্রামপুলিশদের জীবন মানোন্নয়নে কাজ করছেন। কেননা তিনি বিশ্বাস করেন, গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে। আওয়ামী লীগ ছাড়া অতীতের কোনো সরকার গ্রামপুলিশদের জন্য কোনো কাজ করেনি। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ সবার আগে কাজ করে। থানা বা উপজেলা প্রশাসন তাদের মাধ্যমেই সব ধরনের তথ্য পেয়ে থাকেন।

আরোও পড়ুন:

বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই: আইজিপি

মেসির চেয়ে পিছিয়ে হালান্ড: কোচ গার্দিওলাও

উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ।