যশোর সদর উপজেলার রূপদিয়ায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে সীমানা প্রাচীর ভাংচুর ও জীবননাশের হুমকিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
নিজের ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। অভিযোগকারী রূপদিয়া গ্রামের জিয়াউল হক জানিয়েছেন, একই গ্রামের আব্দুল ওহাবের সাথে জমি সংক্রান্ত মামলা চলমান।যার নম্বর দেওয়ানী ৩৩০/২২। মামলা করার কারণে আব্দুল ওহাব ক্ষিপ্ত হয়ে তার দু’ ছেলে মেহেদী হাসান সুমন ও রাকিব হাসানকে সাথে নিয়ে সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে।ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা মোবাইল ফোনে তাকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালান । বাধা পেয়ে তারা আরও ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পিছু হটে যায়।
হামলাকারীরা যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।