গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূজার মেলায় ফুচকার দোকানে কথা কাটাকাটির জেরে রিশাদ শেখ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। ওই দোকানের আরেক এক কর্মচারীর ছুরির আঘাতে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত আজিজুল মোল্লাকে (২১)আটক করেছে পুলিশ।
নিহত রিশাদ শেখ উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে এবং হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের পাশে মায়ের দোয়া চটপটি অ্যান্ড ফুচকা নামে একটি ভ্রাম্যমাণ দোকানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর। কপর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটা ছুরি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা রিশাদকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।