৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রসাসক যশোরের সম্মেলন কক্ষে “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব”এই স্লোগানকে সামনে রেখে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
আলোচনা অনুষ্ঠান শেষে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনে অসামান্য অবদান রাখায় ইউনিয়ন পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করেন তিনি। এতে যশোর জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।

নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন চেয়ারম্যান রাজু আহম্মেদ।

আলোচনা সভায় স্থানীয় সরকার যশোরের উপসচিব শওকত হুসাইন ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।