যশোর প্রতিনিধি: বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বাজারে এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম(ইডিএফ) এর উদ্যোগে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদীয় দুর্গাপূজা পূণর্মিলনী উপলক্ষ্যে ২দিন ব্যাপী অনুষ্ঠানের ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অধ্যাপক (অব:) ডা: নিকুঞ্জ বিহারী গোলদার ।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনের উদ্ভোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু- কিশোরদের “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতা,পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইডিএফ এর সভাপতি বাবু ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক(অবঃ) ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার, যশোর মেডিকেল কলেজ, যশোর। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ অধ্যাপক বিধান চন্দ্র গোস্বামী, অধ্যক্ষ, সিটি মেডিকেল কলেজ খুলনা,পরিচালক(অবঃ), আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা।
ডাঃ সঞ্জয় কুমার পাঠক, সহকারী পরিচালক(অবঃ) স্বাস্থ অধিদপ্তর, মহাখালী ঢাকা। চিত্রশিল্পী বিমানেষ চন্দ্র বিশ্বাস, সহযোগী অধ্যাপক(অবঃ), চিত্রকলা অনুষদ, খুলানা বিশ্বিবদ্যালয়, খুলনা। বাবু নারায়ন চন্দ্র পাঠক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, এগারোখান, যশোর। বাবু অশ্বিনী কুমার দাস, সহকারী শিক্ষক(অবঃ), বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বাকড়ী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা উদীচির সভাপতি বাবু সুনীল কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত সকলে বক্তব্য প্রদান করেন, বক্তব্য শেষে প্রধান অতিথি কর্তৃক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।