আবারও সমালোচনার মুখে পড়েছেন জাহ্নবি কাপুর। প্যাড পরে, গ্লাভস হাতে মাঠে নেমে ব্যাটিং প্র্যাকটিস করে এবার ট্রলড এ স্টার কিড।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ব্যাটিং প্র্যাকটিসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেটি নিয়েই নেটিজেনরা কটূক্তির বন্যা বইয়ে দিচ্ছেন।
সম্প্রতি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নামের একটি ছবিতে অভিনয় করছেন জাহ্নবি। সেই ছবিতে তাকে দেখা যাবে এক ক্রিকেটারের ভূমিকায়।
সেই সিনেমার জন্য নিজেকে তৈরি করতে নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন জাহ্নবি। নায়িকা রীতিমতো গ্লাভস, প্যাড পরে ব্যাট হাতে নেমে পড়েছেন নেট প্র্যাকটিস করতে। আর সেই ভিডিও সামনে আসতেই কটূক্তি শুরু।
অনেকেই এই ভিডিওর নিচে লিখেছেন— জাহ্নবিকে দেখে বোঝা যাচ্ছে না, তিনি ক্রিকেট খেলছেন নাকি ফুটবল। কেউ আবার লিখেছেন— আগামী ক্রিকেট বিশ্বকাপে জাহ্নবিকেই ভারতের হয়ে খেলতে পাঠানো হোক। এরই মাঝে বহু মন্তব্য এমনও রয়েছে— যেখানে জাহ্নবির পরিবারের পরিচয় তুলে তাকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে, নেহাত স্টার কিড বলেই তিনি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। একজন তো তিরস্কার করে লিখেছেন— ‘না না, নেপোটিজম একদম চলে না।’
তবে এসবের মধ্যে থেমে থাকেননি জাহ্নবি। তিনি দিনের পর দিন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নতুন এ ছবির জন্য। অনেকে আবার সে কারণেই জাহ্নবির প্রশংসাও করেছেন।
লিখেছেন, যত দিন যাচ্ছে, জাহ্নবি উন্নতি করছেন। তার অভিনয় যেমন ভালো হচ্ছে, তেমনই ভালো হচ্ছে চরিত্র নির্বাচনও। কেউ কেউ বলেছেন, জাহ্নবি যেভাবে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার জন্য পরিশ্রম করছেন, সেটিও অত্যন্ত প্রশংসনীয়।
জানা গেছে, শরণ শর্মার নির্দেশনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মিত হচ্ছে। এর আগে জাহ্নবির ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর। শুক্রবার মুক্তি পাবে ছবিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।