মৌসুমে এখন পর্যন্ত মিজেকে মেলে ধরতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। জায়গা পাচ্ছেন না ম্যানইউর একাদশে। প্রায় প্রতিম্যাচেই তাকে ম্যাচের শেষাংশে নামাচ্ছেন কোচ এরিক টেন হ্যাগ। এদিকে ম্যানচেস্টার ডার্বিতে হেরে এভারটনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানইউর।
রোববার (৯ অক্টোবর) রাতে শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এ জয়ে টেবিলের পাঁচে উঠে এলো রেডডেভিলরা। এই মাইলফলক অর্জনে তার লেগেছে ৯৪৫ ম্যাচে। ২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের মাত্র ৫টি লিসবনের জার্সিতে।
রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি। রোববার মার্শিয়ালের ইনজুরিতে পড়ায় ৩০তম মিনিটেই পর্তুগিজ ফরোয়ার্ডকে নামিয়ে দেন কোচ। সুযোগটা দারুণভাবে কাজে লাগান রোনালদো।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ইউনাইটেডকে ম্যাচে প্রথমবার এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। তবে নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে রাশফোর্ডের বল জালে জড়ালেও হ্যান্ডবল চেক করে সে গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।