বিয়ের ৪ মাস পরেই যমজ সন্তানের মা হলেন ভারতের দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। রোববার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করলেন পরিচালক ভিগনেশ শিবান। সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন তারা।

টুইটারে তিনি লেখেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান।

আপনাদের সবার আশীর্বাদ চাই।’ উল্লেখ্য, ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা এ বছরের জুনে সাত পাকে বাঁধা পড়েন তারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই বিয়ের চার মাসের মাথায় তাদের ঘর আলোকিত করে জন্ম নিলো জমজ সন্তান।