আগামীকাল ১০ অক্টোবর দুপুর ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানাধীন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্মেলনকে ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনীতির মাঠ।
শনিবার রাত ৯ টার দিকে শাহজাহানপুর রেলওয়ে হাইস্কুল মাঠে সম্মেলনস্থলে কাজের তদারকি করছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রিংকু।
এসময় অতর্কিতভাবে রিংকুর উপর প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএম ফরহাদ অংকুরের নির্দেশে ২০/২২ জন সশস্ত্র ক্যাডার নিয়ে শিহান আজাদ দিপুর নেতৃত্বে এ হামলা সংগঠিত হয়। স্থানীয় নেতাকর্মীরা রিংকুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ- অংকুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও দখলদার। শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি থাকা সময় দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পরে। বিএম ফরহাদ অংকুর নিজের দখলদারী ও চাঁদাবাজির প্রভাব ধরে রাখতে এবার ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
সে এলাকায় ক্যাসিনো খালেদের অনুসারী হিসেবেও পরিচিত। স্থানীয় ব্যবসায়ীদের অংকুরের বিরুদ্ধে এন্থার অভিযোগ। তার অন্যতম সহযোগী শিহান আজাদ দিপুও চাঁদাবাজি ও দখলদারিত্বে নাম লিখিয়ে ভয়ে অংকুরের হাত ধরে।
উল্লেখ্য, ১০ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১১নং ওয়ার্ডের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।