আজম খান, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় বাংলাদশ এ্যামচার রেসলিং ফেডারশন আয়াজিত ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃর্ণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

১১ অক্টোবর বাঘারপাড়া উপজেলার বোলদেঘাটা মোড়ে কুস্তি প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদশ এ্যামচার রেসলিং ফেডারশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা কুস্তি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ার।
এ প্রশিক্ষন চলবে আগামী ২৪ অক্টাবর পর্যন্ত এ প্রশিক্ষনে অংশ নেবে ৩০ জন প্রশিক্ষনার্থী।

প্রশিক্ষক হিসাবে আছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদশ দলের সাবেক খেলোয়াড় বর্তমান কোচ ও রেফারি মো: আজগর আলী মোল্যা, জাতীয় কুস্তি রেফারী মো: মিজানুর রহমান মিজান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেকমাত আলী মোল্যা, আকমত আলী, জাহিদুর রহমান, ওলিয়ার রহমান,বদিয়ার রহমান প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় মোঃ জালাল উদ্দীন মোল্যা।