রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল গবেষক উন্নত জাতের কলা উদ্ভাবন করেছেন। বিশ^বিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে উন্নত এই জাতটি উদ্ভাবন করা হয়। এই গবেষণায় নেতৃত্ব দেন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন।
এই জাতের সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে চাষিদের মধ্যে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার চাষিদের মধ্যে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টিসমৃদ্ধ খাবার সংস্থানের জন্য নতুন নতুন জাতের শস্য ও ফলমুল উদ্ভাবন একান্ত প্রয়োজন। সেই লক্ষে দেশের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে একদল উদ্ভাবনী গবেষক ও প্রয়োজনীয় গবেষণাগার। কৃতি গবেষকদের সাফল্যের স্বাক্ষর উন্নত জাতের এই কলা উদ্ভাবন। আগামী দিনে এই কলা এতদঞ্চলের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক ও গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।