যশোরের মণিরামপুর উপজেলার স্মরণপুর স্কুলের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ লাখ টাকা উদ্ধার হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় কোচিং করতে যায় শিক্ষার্থীরা। স্কুলের পিছনে পরিত্যক্ত ময়লার স্তূপে একটা ব্যাগ দেখতে পায় তারা।
ব্যাগটি খোলার সাথে সাথে তারা টাকা টাকা বলে চিৎকার শুরু করে। তা শুনে স্থানীয় ইউনুস আলীর ছেলে জুবায়ের হোসেন ঘটনাস্থলে যান। তিনি দেখতে পান ব্যাগ ভর্তি টাকা পড়ে আছে। আজাদ নামে স্থানীয় অপর এক ব্যক্তি ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। আজাদ একই গ্রামের ফোরকান বিশ্বাসের ছেলে ।
খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি তদন্ত ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। তিনি টাকা নিয়ে পালানো আজাদকে আটক ও টাকার ব্যাগটি জব্দ করেন
খোঁজ নিয়ে জানা যায় গতকাল রাত সাড়ে ১০ টায় গোল্ডলিফ কোম্পানির ২৭ লক্ষ টাকা চুরি হয়েছে । পুলিশ ধারণা করছে এই টাকা গোল্ডলিফ কোম্পানির ।
ওসি তদন্ত ওহীদুজ্জামান জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব তাড়াতাড়ি বাকি টাকা উদ্ধার হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।