২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (১৭ অক্টোবর) থেকে এ ভর্তির আবেদন শুরু হয়। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া।

জানা গেছে, একজন ভর্তিচ্ছুকে আবেদন ফি বাবদ ৫০০ টাকা করে পরিশোধ করতে হবে। অপরদিকে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ৩০০ টাকাসহ মোট ৮০০ টাকা পরিশোধ করতে হবে।

ফি পরিশোধ করা যাবে শুক্রবার (২৮ অক্টোবর) পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য admission.sust.edu.bd/applicationprocedure এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এবার শিক্ষার্থীরা অল্প টাকায় আবেদন করতে পারবে। ভর্তিচ্ছুরা শুধুমাত্র ভর্তির দিন আসলেই হবে, ভর্তি প্রক্রিয়ার বাকি কাজগুলো ঘরে বসেই করতে পারবেন।

শিক্ষার্থীরা একবার আবেদন করে সব ইউনিটে ভর্তির সুযোগ পাবেন। এছাড়া সব শিক্ষার্থীকে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির সুযোগ ও ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।