প্রকৃত ভালোবাসা
বিপুল চন্দ্র রায়
ভালোবেসে জনসম্মুখে
আকাশ বাতাস নদ নদী
সাক্ষী রেখে বাঁধবে ঘর।
কিছুদিন সম্পর্ক ভালোই যাবে
তারপর_জীবনে বয়ে যাবে,
কাল বৈশাখী ঝড় দুঃখের ঝড়
কষ্টের ঝড় কথার ঝড়।
এসব প্রতিকূলতা পেরিয়ে
যে জন জনম জনমে
বাঁধবে জীবন জীবনকে
সে জন প্রকৃত সংসারী।
ওরাই খাঁটি প্রেমিক প্রেমিকা,
ওরাই প্রকৃত ভালোবেসে সুখী,
ওরাই শাশ্বত চিরন্তন অমর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।