নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সর্ব কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবাষির্কী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা আ”লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম,জেলা পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জেলা আ”মীলীগ, মহিলা আ”লীগ, কৃষকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সমূহ পুস্পস্তবক অর্পন করেন।
পরে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এছাড়াও জেলা আ”লীগের আয়োজনে সন্ধার আগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সরকারি গণগ্রন্থাগার শেখ রাসেল এর জন্মদিন পালন উপলক্ষে শিশুদের উপস্থিত ছড়া লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমনকি জেলার পাঁচটি উপজেলা প্রশাসন ও উপজেলা আ”লীগ যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে করেছে।
উল্লেখ্য,১৯৬৪ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ’ঘৃণ্য” ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর অতি আদরের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে রাসেলকেও হত্যা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।