চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যককে ২হাজার করে মোট ৪হাজার টাকা অর্থদণ্ড করে মামলা নিষ্পত্তি করা হয়।
মামলা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা । ১৮(অক্টোবর) মঙ্গলবার এ অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আরেফিন সিদ্দিক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত ইলিশ স্থানীয় মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।