কেশবপুর থানা পুলিশের অভিযানে বিজ্ঞ আদালতের জিআর মামলায় এক সাজাপ্রাপ্ত আসামি ও থানার নিয়মিত মাদক মামলায় ১জন সহ ওয়ারেন্টভূক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার ১৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীনের দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, লিখন কুমার সরকার, আজিজুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, গোরাচাঁদ, অনিমেষ বিশ্বাস, জয়, হাসান মাহমুদ, আবুল হোসেন, বিদূষ দাশ, সহকারী পুলিশ উপ-পরিদর্শক, মনিরুজ্জামান মনির, মোক্তার হোসেন, অসীম রায়, আবুল বাশার ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি হাড়িয়াঘোপ গ্রামের ইব্রাহীম মোড়লের ছেলে দুটি জি আর মামলার সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (৩৫), ওয়ারেন্টভূক্ত আসামি সাবদিয়া গ্রামের মৃত কদম আলী সরদারের ছেলে আব্দুল আজিজ (৫০),

আরোও পড়ুনঃ

লক্ষ্মীপুরে নারী সংবাদকর্মীর ফাঁস দিয়ে আত্মহত্যা!

৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার

সন্যাসগাছা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে শেখ আব্দুল জলিল (৪৫), হিজলতলা গ্রামের বারিক সরদারের ছেলে জাকির হোসেন (৪৫), একই গ্রামের মৃত আঃ মজিদ সরদারের ছেলে আসাদ সরদার (৬০), টিটাবাজিতপুর গ্রামের মৃত আব্দুল বারিক সরদারের ছেলে আবুল কাসেম (৪৫), পাঁজিয়া গ্রামের আকবর হোসেন এর ছেলে তৌহিদুল ইসলাম তৌহিদ (৩৭) ও কন্দর্পপুর গ্রামের শামছুর রহমান এঁর ছেলে আবু সাঈদ (২৫)।

এপর দিকে পুলিশের মাদক বিরোধী অভিযানে খোপদই গ্রাম থেকে তাহারুল ইসলাম (২৩) কে ১০২ গ্রাম গাঁজা সহ হাতে-নাতে গ্রেফতার করে। সে ওই গ্রামের শহিদুল ইসলাম মোড়লের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের এক সাজাপ্রাপ্ত আসামি ও থানার নিয়মিত মাদক মামলায় একজন সহ ওয়ারেন্টভূক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।