সাহিত্যের খেলা প্রবন্ধে প্রমথ চৌধুরী বলেছেন, “সাহিত্যের খেলায় একবার কেউ মিশলে সে রাজ রাজড়ার দলে মিশে যাবে।” যুগে যুগে সাহিত্যের হয়েছে রদবদল। কখনও প্রেম, কখনও ব্যক্তি, কখনও সমাজ হয়েছে সাহিত্যের প্রধান বিষয়। সাহিত্যের জন্য কেউ ছেড়েছেন অট্টালিকা আবার কেউ গড়েছেন ছনের ঘর।
মনিরুল ইসলাম মুকুল, সাহিত্য জগতে একবারে তরুণ। জন্ম ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। লেখক এর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ “শান্ত মেঘে লুকিয়ে তুই” (২০২২), উপন্যাসিকা “মৃত্যুর পাণ্ডুলিপি” (২০২১), গল্পগ্রন্থ “শয়তান গ্রহ” (২০২২)।
মনিরুল ইসলাম মুকুল বলেন, ইউএস-বাংলার প্রতিষ্ঠাতা শাহ্ মোঃ সফিনূর স্যার মিশিগান, আমেরিকা থেকে ফোন দিয়ে ইউএস-বাংলা সাহিত্য সম্মাননা-২০২২ এর জন্য আমিও মনোনীত হয়েছি এই বিষয়ে নিশ্চিত করেছেন।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট এর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বাংলাদেশ ও ভারতের ১০০ জন নবীন ও প্রবীণ লেখকদের এই সাহিত্য সম্মাননা প্রদান করবেন সংগঠনটি । মনিরুল ইসলাম মুকুল নবীন শাখায় এই সম্মাননা পাচ্ছেন।
মনিরুল ইসলাম মুকুল সম্মাননার বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই সম্মাননা সামনে এগিয়ে যেতে আমাকে সাহস যোগাবে।
মনিরুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি ভাষা বিভাগের একজন ছাত্র। তাঁর প্রকাশের অপেক্ষায় ” সময়ের ইতিকথা”( উপন্যাস), “মেঘফুল” (উপন্যাস), “পাগলামির ছাড়পত্র” (নাটক)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।