যশোর প্রতিনিধি, যশোরে ৫০ বোতল ফেনসিডিলসহ বেজপাড়ার রাব্বিকে আটক করেছে ডিবি পুলিশ। আটক রায়হান আহমেদ রাব্বি বেজপাড়ার পিয়ারী মোহন রোডের সুলতান আহম্মেদের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবির এসআই শেখ আবু হাসান, এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটি টিম শনিবার রাত সাতটা ৫০ মিনিটে নিউমার্কেট এলাকা থেকে রাব্বিকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর সে জানায় তার হেফাজতে ফেনসিডিল রয়েছে। এরপর রাব্বির দেখানো মতে সদর উপজেলার বসুন্দিয়া, পদ্মবিলার একটি রাইসমিল থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।