শিহাব উদ্দিন সরকার (যবিপ্রবি): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো যেমন ডাইনিং এবং ক্যান্টিনে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার প্রদান, ভর্তি ফি এবং সেমিস্টার ফি কমানো,রোবটিক্স ল্যাব এবং অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাব তৈরি, মন্দির স্থাপন সহ ২৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রবিবার (২৩ অক্টোবর) শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল স্বাক্ষরিত স্মারকলিপি শাখা ছাত্রলীগের নেতাকর্মীর উপস্থিতিতে প্রদান করেন।

২৭ দফা স্মারকলিপিতে জানানো হয়, ভর্তুকি ও রেশনিং এর মাধ্যমে আবাসিক হলগুলোর ক্যান্টিনে স্বল্পমূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে যবিপ্রবিয়ানদের অগ্রাধিকার সেমিস্টার ও রিটেক ফি কমানো ভর্তি ফি কমানো, অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য বাস ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা, যাবতীয় প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকান্ডে অটোমেশন চালু করা, মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থা করা, পরীক্ষার ফলাফল জটিলতা শূণ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্পাসের সর্বত্র ” শিক্ষার্থীদের ইমেইল আইডি” এর মাধ্যমে সকল শিক্ষার্থীকে উচ্চগতির ইন্টারনেট সুবিধা ওয়াইফাই নিশ্চিত করা, চতুর্থ শিল্পবিপ্লব সফল করতে একাধিক বিশেষায়িত ল্যাব যেমন- রোবটিক্স ল্যাব, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ল্যাব, অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাব, ডিএন এস আই ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বয়ংসম্পূর্ণ মেডিক্যাল সেন্টার নির্মাণ ও সুলভে প্রয়োজনীয় ঔষধ প্রাপ্তির লক্ষ্যে ফার্মেসি চালু করা, বিভাগীয় ক্যারিকুলাম নিয়মিত হালনাগাদের মাধ্যমে যুগোপযোগী করা, আন্তর্জাতিক ছাত্র বিনিময় প্রোগ্রাম এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান মিথস্ক্রিয়া বৃদ্ধি করা, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণীয় বৃত্তি ও সুবিধাসহ নিয়মিত আন্তর্জাতিক বিজ্ঞপ্তি প্রদান, আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের জ্ঞান ও চর্চাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিংকড ইন পরিচালনা করা, শিক্ষার্থীদের জন্য রিসার্চ প্রজেক্টে অনুদান নিশ্চিত করা,আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বাজেট বরাদ্দ করা, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিট্যান্ট ও টিচিং অ্যাসিট্যান্ট হিসেবে কাজ করার নীতিমালা তৈরি করা, আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা, অযৌক্তিক উন্নয়ন ফি বাতিল করা, ক্যাম্পাসে মন্দির স্থাপন করা, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা,অনুষদ বিল্ডিং এ শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন করা, ক্যাম্পাসের সুইমিং পুল নির্মাণ করা, শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির জন্য নিয়মিত স্টার্টাপ ফেস্টিভ্যাল’ আয়োজন করা, অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে পার্ট-টাইম কাজের সুযোগ দেয়া, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের শিক্ষাঋণ নীতিমালা’ প্রণয়ন করা।

স্মারকলিপি প্রদান করেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, সহ সভাপতি আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শিহাব, ইকরামুল কবির দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।