টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া এই ম্যাচে দারুণ শুরু করেছেন আয়ারল্যান্ড। খেলার দিন সকাল থেকেই কালো ছিল মেলবোর্নের আকাশ। বৃষ্টির তুমুল সম্ভাবনা থাকায় টসকে গুরুত্ব দিয়েছেন দুই দলের অধিনায়ক।

কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে বেশি সুবিধাজনক। তাই ম্যাচের আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ৩ রান করার পর দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ম্যাচে আঘাত হানে বৃষ্টি। ফলে বেশ কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। বৃষ্টি নামার আগে ১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১ রান তোলে আয়ারল্যান্ড। বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

দলীয় ২১ রানে মার্ক উডের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন পল স্টারলিং। এরপর অ্যান্ড্রু বালবার্নি ও লোরকান টাকারের জুটি রানের চাকা সচল রাখেন। প্রথম উইকেটের পর আর উইকেট না হারিয়ে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৯ রান তোলে আয়ারল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ছয় ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৯ রান। যথাক্রমে ২৫ ও ১৪ রান করে অপরাজিত আছেন টাকার ও বালবার্নি।