‘প্রেমের টানে প্রেমিকা দেশে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর-হিমি। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বৈশাখী টেলিভিশনে নাটক ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’ প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১০টায়। রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে, তারই একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে।
নাটকের গল্পে দেখা যায়, নিলয় এবং হিমির কোনো কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যায় । কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে। সে অনুযায়ী, স্পেনীয় এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। শুরু হয় নানা জটিলতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।