সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় হলিউড অভিনেতা লেসলি জর্ডান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এই অভিনেতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন এজেন্ট ডেভিড শৌল। জানা গেছে, সোমবার সকালে জর্ডান হলিউডে গাড়ি চালাচ্ছিলেন এবং কাহুয়েঙ্গা ব্লভিডিতে একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় তার গাড়ি।
সেখানেই মারা যান তিনি। সন্দেহ করা হচ্ছে যে তিনি স্বাস্থ্যজনিত কোনো ধরনের জরুরি সমস্যায় ভুগছিলেন। জর্ডান একজন প্রবীণ অভিনেতা, যিনি ‘দ্য হেল্প’, ‘দ্য কুল কিডস’ এবং ‘কল মি ক্যাট’-এ অভিনয় করে দর্শক-হৃদয়ে জায়গা করে নেন।
২০০৬ সালে তিনি কমেডি সিরিজে ‘উইল অ্যান্ড গ্রেস’-এ অতিথি অভিনেতার পারফর্মের জন্য এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। রায়ান মারফির ‘আমেরিকান হরর স্টোরি’-এর তিনটি ভিন্ন মৌসুমে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন জর্ডান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।