বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়।
এ র্যালীতে সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক শিক্ষক দিবসের ব্যানার, ফেস্টুন বহন করে এবং ‘শিক্ষক দিবস’ লেখা সমৃদ্ধ ক্যাপ মাথায় পরিধান করে অংশগ্রহণ করেন।
র্যালীটি রুপগঞ্জ বাজার হয়ে প্রধান সড়ক দিয়ে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শুরুর আগে আলোচনা সভায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে শিক্ষক দিবসের গুরুত্ব ও বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ের ক্ষেত্রে শিক্ষকদের মহান ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা পারভীন, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকসহ শিক্ষক নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।