এস এম আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর পৌর শহরে পল্লী বিদুৎতের সামনে সাবেক প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দিনের বাসায় অভিনব কায়দায় এক দুরসাহসিক চুরি ঘটনা ঘটেছে।

অধ্যাপক আব্বাস উদ্দিন বলেন, কিছু দিন আগে আমার বাসায় থেকে তিনটি ছিলিং ফ্যান,১০ টি চেয়ার ও একটি পানি উঠানো ছোট মোটর চুরি হয়েছে। আমি এব্যাপারে থানায় একটি অভিযোগ করে কোন ফল পাইনি। কিন্তু আজব একটি বিষয় আমি কখনো শুনিনি মানুষের ছাদের পড়ে থেকে পানির ট্যাংক চুরির ঘটনা ঘটেছে। আমার বাসার ছাদে থেকে পানির ট্যাংক চুরি করে নিয়ে গিয়েছে।

কিন্তু আমার পাশে ছাত্তার সাহেবের বাসা তার পরে আওয়ামীলীগের নেতা আ স ম আলাউদ্দিনের বাসা ও রামবাবুর বাসা তাদের কারও বাসায় চুরি হয় না আমার বাসায় কেন বার বার চুরি হয়?

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি একজন সাংবাদিক মানুষ আমার বাসায় কেন বার বার চুরি হয়? ঘটনার পিছনের রহস্য উন্মোচন করে সমাজে সঠিক আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন।