নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মাট কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার(৩১ অক্টোবর) সকাল দশ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিমার(ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মাট কাড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ড মোঃ আবুল কালাম আজাদ বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিক ভাবে সাটিফিকেট ও স্মাট আইডি কাড হাতে তুলেদেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেকুর সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী ননৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ড মোঃ সাজেদুর রহমান, মোঃ আব্দুল মালেকক মোল্লা,বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, বীর মুক্তি যোদ্ধা কাজী রুহুল,বীর মক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান বুলু, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান,বীর মুক্তি যোদ্ধা অফিল উদ্দিন, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
এদিনে উপজেলার মোট দুই শত চব্বিশ জনকে স্মাট কাড ও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ একশত চার জন মৃত সনদ একশত বিশ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান টি সঞ্চলনা করেন মৃত মুক্তি যোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের সন্তান ফজলে রাব্বী জুয়েল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।