চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরর চরভদ্রাসন উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ৩১ (অক্টোবর) সোমবার বেলা ৩টার দিকে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ গোলাম মর্তুজা আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সুবোধ চন্দ্র সিংহ সহ বিজয়ী ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।