আগস্তীন বাছাড়,দাকোপ প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে ৩ দিন ব্যাপি দিপাবলী  উৎসব,  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা  ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে শনিবার (২৯ অক্টোবর ) বাজাুয়ার চড়া নদীতে বিকাল ৩ টায় অনুষ্ঠানের দ্বিতীয় দিন মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
সব্যসাচী ক্লাব, বাজুয়া ও অগ্রগামী যুব সংঘ, খুটাখালী  নতুন বাজারের আয়োজনে দিপাবলী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে এবং লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবু সরোজিত রায়, কৈলাশগঞ্জা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মিহির মন্ডল, বানিশান্তা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু সুদেব রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান  মাসুম আলী ফকির প্রমুখ।
মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান স্বপ্ন তরী, দ্বিতীয় রত্না তরী ও জয়মাকলি তৃতীয় স্থান অর্জন করেন। সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার শেখ রাসেল স্কয়ার নির্মানের জন্য নিজ তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান দেন।