জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।সোমবার(৩১ অক্টোবর) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীর পরিবার ও সাংবাদিক আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তিনি তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আবদুর রশীদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড.হারুন অর রশিদ সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে ২৭ অক্টোবর বিকেলে উপজেলার আরামনগর বাজার এলাকায় আবদুর রশীদের অনুসারী সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আল আমিন হোসাইন শিবলুর নির্দেশে সন্ত্রাসী রুমান ও মারুফ সহ ১৫/২০ জন যুবক তার ওপর সন্ত্রাসী হামলা চালায়।
হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলার ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। হামলার মদদদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন বলেও জানান আশরাফুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।