বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত নাম শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে নানান ইস্যুতে বর্তমানে চর্চায় আছেন এই অভিনেত্রী। তবে শবনম বুবলীর ভক্তদের জন্য সুখবর। নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।
বুধবার (২ নভেম্বর) শুরু হয়েছে সিনেমাটির শুটিংয়ের কাজ। চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন বুবলী।
জানা গেছে, ইতোমধ্যে সিলেটে সংলাপের দৃশ্যধারনের মাধ্যমে সিনেমার শুটিং হয়েছে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে কাজ শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণ। ছবিতে চারটি গান আছে। একটির শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান এবং সিনেমার শুটিং হবে সিলেটে। সিনেমাতে বুবলির বিপরীতে অভিনয় করবেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন বিরতি পর বুবলির নায়ক হয়ে আবারও পর্দায় আসছেন এই অভিনেতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।