ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া এলাকা থেকে র‌্যালি বের করে সংগঠনটি।

র‌্যালিটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইবি থানার সামনে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারা। শ্রদ্ধাঞ্জলি শেষে র‌্যালিটি আবার একই স্থানে এসে শেষ হয়।

এসময় আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দীন, তরীকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, আবু সাঈদ রনি, তামিম, স্বাক্ষর, আশহাদুল ইসলাম, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।