সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা: গত ৫ ই এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের খাজা শেখের ২য় স্ত্রী সিঁথি আক্তার মুক্তার ( সৎ মা) হাতে শিশু কন্যা তানিশা আক্তার ( ৫ ) খুন হয়েছে ।
জানা যায় , তেরখাদা উপজেলার অদুরে আড়কান্দি গ্রামের আনসার ব্যাটেলিয়ানের সদস্য খাজা শেখের প্রথম স্ত্রীর ৫ বছরের শিশু কন্যা তানিশা আক্তার কে রেখে ডিভোর্স নিয়ে চলে যায় । খাজা শেখ ২য় বিবাহ করে সিঁথি আক্তার মুক্তা কে ঘরে আনে ।
গোপন সুত্রে জানা যায়, স্বামী খাজা শেখ বাড়ীতে না থাকার কারনে ফেইস্ বুকে পর পুরুষের সাথে চ্যাটে লিপ্ত থাকলে বিষয়টি জানা জানি হয়ে গেলে স্বামী খাজা শেখের সঙ্গে ২য় স্ত্রী সিঁথি আক্তার মুক্তার মাঝে সম্পর্কের অবনতি ঘটে ।
যার ফলে খাজা শেখের ২য় স্ত্রী হত্যাকারী সিঁথি আক্তার মুক্তা প্রথম স্ত্রীর শিশু কন্যা তানিশা আক্তার ( ৫ ) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে ।
এ ঘটনা জানা জানি হয়ে গেলে তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা ও তদন্ত ওসি মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে হত্যা কারী সিঁথি আক্তার মুক্তা কে গ্রেফতার করে ।
সুত্রে প্রকাশ , এ ঘটনার পরে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার এস এস রাজু আহমেদ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তেরখাদা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।