টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিনদিনব্যাপী ১ম বারের মতো কাজী এগ্রো ওটাম কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে।
১১নভেম্বর( শুক্রবার) সকাল টুর্নামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন, শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফের বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রহিম, বিজিবিএম, জি+, কমান্ডার, স্টেশন সদর দপ্তর ঘাটাইল।
এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান কাজী এগ্রো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী আবু সাইদ, কাজী এগ্রো গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার তুষার বিশ্বাস সহ বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের ৭০জন গলফার এ টুর্নামেন্টে অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।