মাগুরার শালিখায় “শেখ শামছুর রহমান স্মৃতি” ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়ামোদী অন্তত এক লক্ষ নারী-পুরুষ খেলাটি উপভোগ করেন। 
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি।
পুলুম ক্রীড়া সংস্থার সভাপতি  শিকদার সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল বারী পল্টন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খোন্দকার এহতেশামুল কবির, যুগ্মসচিব, অতিরিক্ত প্রকল্প পরিচালক(প্রশাসন ও অর্থ), ঢাকা ম্যাসপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট,  মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.শ্যামল কুমার দে, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,  শালিখা উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড.রামমোহন দে,
এ সময় আরও উপস্থিত ছিলেন  জাহিদুল ইসলাম টিপু চেয়ারম্যান, কুচিয়ামোড়া ইউনিয়ন,সদস্য জাহাঙ্গীর হোসেন জাহার মোল্লা, প্রেসক্লাবের সহ সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী সহ গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।
খেলায় মাগুরার কুচিয়ামোড়া একতা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫ -৩ গোলে শালিখার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করার গৌরব অর্জন করে। কুচিয়ামোড়ার গোলকিপার মানবেশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।