ফরিদপুরে শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে শরীয়তপুর থেকে ফরিদপুরের বাস বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে এসব যানবাহন চলাচল বন্ধ আছে।
বিএনপির অভিযোগ, সমাবেশে লোকসমাগম ঠেকাতে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাস চলাচল বন্ধের জন্য পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদ আলি মাদবর বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে বাস চলাচল বন্ধ রয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।
তবে জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার বলেন, সমাবেশে নেতাকর্মীরা যাবেন বলে শরীয়তপুর থেকে ফরিদপুরের সব পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি তারা পরিবহণ বন্ধ করে দেবে। তাই ৯ তারিখ থেকেই মাইক্রোবাসসহ বিভিন্নভাবে আমরা সভাস্থালে পৌঁছেছি। অন্য নেতাকর্মীরাও বিভিন্নভাবে চলে যাচ্ছেন। তারা যত চেষ্টাই করুক না কেন, সমাবেশে জনতার ঢল নামবেই।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, বাধার কারণে আমরা ৯ তারিখে ফরিদপুর এসেছি। গতকাল বিকাল থেকেই শরীয়তপুর টু ফরিদপুর বাস যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। নড়িয়া-সখিপুরসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে ও বাধা দেওয়া হচ্ছে। এসব করে সমাবেশের জনস্রোত কেউ আটকাতে পারবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।