রাজিবুল ইসলাম রিয়াজ,টাঙ্গাইল উত্তর প্রতিনিধি: আসন্ন ২৯শে ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক, আলহাজ্ব মো. সাইদুর রহমান প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত থেকে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান স্থানীয়দের কাছে এলাকার নানাবিধ সমস্যা গুলো শুনেন এবং নির্বাচিত হলে সমস্যা গুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউনিয়নবাসীর উন্নয়নে আপনাদের সুপরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের সমস্যা, পরামর্শসহ অনেক অজানা বিষয়ে অবগত হলাম, আশা করি আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে সমস্যা গুলো সমাধানের সুযোগ দিবেন এবং লক্ষিন্দর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে ঢেলে সাজাবার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, তাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগী ভূমিকা পালন করার পাশাপাশি লক্ষিন্দর এলাকা হবে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গিকার করেন।