শেখ রাসেল,মোংলা প্রতিনিধি: মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ ইমন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটককৃত ইমন (২৫) পৌর শহরের দিগরাজ এলাকার মোঃ আয়নাল এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মোংলা থানার এসআই জসিম, এসআই হাবিব ও এ এসআই রশিদুল দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ ইমনকে আটক করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন দিগরাজ এলাকা থেক গাঁজাসহ ইমন নামে এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত ইমনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।